Home » পুলিশ এ্যাসল্ট মামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর কারাগারে

পুলিশ এ্যাসল্ট মামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর কারাগারে

সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে সিলেট মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। এর আগে জাহাঙ্গীর উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।


আদালত সূত্রে জানা গেছে, গত ২ জুলাই খাদিমপাড়ায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট আফছর আহমদ ও জাহাঙ্গীর আলম গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় পুলিশের উপরও আক্রমন হয়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। পরে শাহপরাণ থানা পুলিশ বাদী হয়ে একটি এসল্ট মামলা দায়ের করেন।


এই মামলায় জাহাঙ্গীর আলম সহ কয়েকজন উচ্চ আদালত থেকে আগাম জামীন নেন।  জামিনের মেয়াদ শেষ হলে বুধবার জাহাঙ্গীর সিলেটের মূখ্য হাকিম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালত আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। সূত্র: সিলেটভিউ


Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *