গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় আজ মঙ্গলবার সকালে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সেখানে মজুদ থাকা প্যারাসুট নারিকেল তেল এবং অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নেভান।ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মানিকুজ্জামান জানান, আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তাঁরা আগুনের খবর পান।
খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারটি ইউনিট ও উত্তরা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে সেখানে থাকা প্যারাসুট নারিকেল তেলসহ অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

প্রতিনিধি