টাঙ্গাইলের মির্জাপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৩জন নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদিম দেওহাটা এলাকার কচুয়াপাড়ায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন অটোরিকসা চালক পৌর সদরের বাইমহটি প্রফেসর পাড়া গ্রামের ফালু মিয়ার ছেলে শরিফুল ওরফে শরবেশ (৪০) এবং হাসপাতালে নেয়ার পর মারা যান অটোরিকসার যাত্রী উপজেলার বহুরিয়া গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর (৩৫) ও তাসলিমা (২৮) দম্পতি। তবে প্রাণে বেঁচে গেছে তাদের সঙ্গে থাকা পাঁচ বছরের ছোট্ট শিশু বিজয়। মির্জাপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মির্জাপুর সদর থেকে ছেড়ে যাওয়া দেওহাটাগামী অটোরিকসাটি ঘটনাস্থলে পৌঁছে রাস্তায় চলমান একটি অটো সিএনজিকে ওভারটেক করতে যায়।
এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা একটি বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকসা চালকের মৃত্যু হয়। শিশুসহ অটোরিকসার যাত্রী জাহাঙ্গীর ও তাসলিমাকে গুরুতর আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২০ মিনিটের মধ্যেই ওই দম্পতির মৃত্যু হয়। চিকিৎসা শেষে শিশু বিজয়কে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কুমুদিনী হাসপাতালের চিকিৎসক ডা. বাত্রী।মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে বাস ও অটোরিকসা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হবে বলে জানান তিনি।
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রতিনিধি