Home » খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধা ও স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন ইসমাঈল সরদারের স্ত্রী মর্জিনা বেগম (৭০) এবং রূপসার খাজা ডাঙ্গা গ্রামের বাবুল শেখের ছেলে ও খাজদিয়া সরকারি হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র মঞ্জুর শেখ (১৩)। বার্তা সংস্থা ইউএনবি এসব তথ্য জানিয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. পার্থ প্রতীম জানান, মর্জিনা বেগম এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হন। আজ রোববার ভোরে তিনি মারা যান। অন্যদিকে মঞ্জুর গতকাল শনিবার রাত ১১টার দিকে বেসরকারি গাজী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। আজ রোববার ভোট ৬টার দিকে তার মৃত্যু হয় বলে জানান হাসপাতালের চেয়ারম্যান গাজী মিজানুর রহমান।

এ বছর সারা দেশে মহামারি আকার ধারণ করেছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ। প্রতিদিনই শত শত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। রাজধানী ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। খুলনায় গতকাল শনিবার এক হাজার ৬৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *