১২ই আগস্ট কোরবানির ঈদ। এ দিবসটিকে ঘিরে এরইমধ্যে জমে ওঠার অপেক্ষায় রয়েছে ঈদ অডিও বাজার। এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্পী ও সংগীতসংশ্লিষ্টরা। তবে এবার ঈদে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো গান প্রকাশ করবে রোজার ঈদের তুলনায় কম। কিছু সিনিয়র শিল্পীর পাশাপাশি তরুণদের গানই এবার বেশি প্রকাশ পাবে। এরমধ্যে এবারো পূর্ণ অ্যালবাম প্রকাশ পাচ্ছে না। ঈদে প্রায় সব শিল্পীই সিঙ্গেল গান প্রকাশ করছে। লিরিক ভিডিও আকারে কিছু গান প্রকাশ হবে।
আবার মিউজিক ভিডিও আকারেও প্রকাশের পরিকল্পনা করা হয়েছে কিছু গান। এরইমধ্যে ঈদের বেশিরভাগ গানের কাজ শেষ হয়েছে। এবারের ঈদে সাউন্ডটেক, সংগীতা, জি-সিরিজ, লেজারভিশন, সিডি চয়েস, ঈগল মিউজিক, সিএমভি, ধ্রুব মিউজিক স্টেশনসহ বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান গান প্রকাশ করছে। এবার সিনিয়র শিল্পীদের গান থাকছে তুলনামূলক কম। এরমধ্যেও কুমার বিশ্বজিত, ফাহমিদা নবী, রবি চৌধুরী, এসডি রুবেল, ডলি সায়ন্তনি, আঁখি আলমগীরসহ বেশ কিছু সিরিয়র শিল্পী তাদের গান নিয়ে হাজির হবেন। অন্যদিকে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর এবারো সর্বাধিক গান-ভিডিও নিয়ে হাজির হবেন। এরইমধ্যে ঈদে প্রকাশের জন্য কমপক্ষে এক থেকে দেড় ডজন গান তৈরি তার। নিজের
প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্ট ছাড়াও অন্য প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও আসবে আসিফের গান। এ শিল্পী বলেন, আমি অনেকগুলো গানের কাজ শেষ করেছি ঈদের। এরইমধ্যে রেকর্ডিং ও শুটিংও প্রায় শেষ। এখন প্রকাশের পালা। বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশ পেতে যাওয়া এ গানগুলো সবার ভালো লাগবে বলেই বিশ্বাস। এদিকে হাবিব ওয়াহিদ এবারের ঈদে নিজের একটি গান প্রকাশ করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে এ প্রজন্মের সংগীত তারকা ইমরানের তিনটি নতুন গান এবারেরর ঈদে প্রকাশ হবে। এরমধ্যে সাউন্ডটেক থেকে প্রকাশ হবে তার নতুন গান ‘বায়না’। এ ছাড়াও লেজারভিশন থেকে ‘হয়েছি শুধু তোমার’ ও সংগীতার ব্যানারে প্রকাশ হবে ‘ক্ষয়’ শিরোনামের গান। ইমরান বলেন, এবার বেশ কিছু গান প্রকাশ হচ্ছে আমার ঈদে। এ গানগুলো একেকটি একেক রকম। আমার বিশ্বাস আমার ভক্ত-শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।
অন্যদিকে আরেক জনপ্রিয় শিল্পী পূজার দুটি গান প্রকাশ হবে ঈদে। এরমধ্যে আসিফ আকবরের সঙ্গে তার গাওয়া ‘আমি তুমিময়’ গানটির ভিডিও প্রকাশ হবে সিডি চয়েসের ব্যানারে। একই ব্যানার থেকে প্রকাশ হবে তার একক কণ্ঠের গানের ভিডিও। ‘তোমার দেখা যদি পাই’ শীর্ষক এ গানটিতে মডেল হয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। সিডি চয়েস থেকে প্রকাশ হবে চলতি প্রজন্মের আলোচিত কণ্ঠ শিল্পী কর্ণিয়ার ‘মন খারাপের দিন’ শীর্ষক একটি গান।
একই ব্যানার থেকে প্রকাশ হবে টুম্পা খানের একটি গানও। আরেক জনপ্রিয় শিল্পী কাজী শুভর কমপক্ষে হাফ ডজন গান এবার ঈদে প্রকাশ হবে বিভিন্ন ব্যানার থেকে। এর বাইরে কনা, ন্যান্সি, বেলাল খান, প্রতীক হাসান, মুহিন, নিশীতা, লিজা, শাওন গানওয়ালা, ইমন খান, আরমান আলিফ, কামরুজ্জামান রাব্বী, মাহতিম সাকিবসহ বেশ কিছু শিল্পীর গান। এবারের ঈদ আয়োজন নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের কর্ণধার সুলতান মাহমুদ বাবুল বলেন, বাজারের অবস্থা খুব একটা ভালো না। তাই খুব বেশি আয়োজন আমার মনে হয় এবার কারোই নেই। তবে আমরা সব সময় মানসম্পন্ন গান শ্রোতাদের উপহার দিতে চাই। সেদিক থেকে এবার বিশেষ কিছু গান প্রকাশ হবে চলতি সময়ের জনপ্রিয় শিল্পীদের। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদের হৃদয়ে নাড়া দেবে।
প্রতিনিধি