Home » ডেঙ্গুতে আক্রান্ত অতিরিক্ত আইজিপির স্ত্রীর মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত অতিরিক্ত আইজিপির স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে স্কয়ার হাসপাতালে ৫৪ বছর বয়সী সৈয়দা আক্তারের মৃত্যু হয়। পুলিশের এআইজি মিডিয়া সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।শনিবার পর্যন্ত ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

তবে বিভিন্ন গণমাধ্যমে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে।শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৪৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সব মিলে শনিবার সকাল ৮টা পর্যন্ত চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে ২২ হাজার ৯১৯ জন হয়েছে।বর্তমানে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ছয় হাজার ৮৫৮ জন রোগী চিকিৎসা নিচ্ছে। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ১৬ হাজার ৪৩ জন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *