সিলেট-তামাবিল সড়কে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক পথচারী। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরতলীর খাদিমপাড়ার হিলভিউ টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ূম চৌধুরী।
ওসি জানান, বটেশর রের দিক থেকে আসা সিলেটগামী একটি বাস হিলভিউ টাওয়ারের সামনে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন ওই পথচারী। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি