সন্ত্রাসী হামলায় নিহত মুরারিচাঁদ (এমসি) কলেজের বিএসএস (পাস) শিক্ষার্থী তানভীর হোসেন তুহিন এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মুরারিচাঁদ(এমসি) কলেজ গেটে মানববন্ধন কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীবৃন্দ। মঙ্গলবার মানববন্ধন কর্মসুচি পালনকালে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ(এমসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, শিক্ষক পরিষদ সম্পাদক জনাব তোতিউর রহমান,এমসি ছাত্রলীগ নেতা দিলোয়ার হোসেন, মোহনা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. টিপু শিকদারসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংঠনের নেতৃবৃন্দ।
মোহনা সাংস্কৃতিক সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এমএইচবি শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তুহিনের বন্ধু, বোন, চাচাসহ কলেজ প্রশাসনের শিক্ষকবৃন্দ।এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ মানববন্ধনের সাথে একাত্মতা পোষণ করেন এবং এর সুষ্ঠু বিচার দাবি করেন।মানববন্ধন পরে শিক্ষার্থীরা প্রায় আধাঘণ্টা ধরে রোড অবরোধ করে রাখে।
প্রতিনিধি