Home » ঢাকা মেডিকেল ডেঙ্গু জ্বরে আরও একজনের মৃত্যু

ঢাকা মেডিকেল ডেঙ্গু জ্বরে আরও একজনের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ঢামেক হাসপাতালে চলতি মাসে ডেঙ্গু জ্বরে মৃত মানুষের সংখ্যা দাঁড়াল সাতে। মারা যাওয়া ওই নারীর নাম রিতা আক্তার (২৮)। ময়মনসিংহের ত্রিশালে উপজেলার আউলিয়াপাড়া গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে রিতা। ২৬ জুলাই তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রিতার ভগ্নিপতি সোহেল বলেন, তাঁর শ্যালিকা গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় থাকতেন। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতেন তিনি। ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) নাছির উদ্দীন সাংবাদিকদের বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিতা আক্তার মারা গেছেন। এ নিয়ে মৃত মানুষের সংখ্যা দাঁড়াল সাতে। আজ সকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৯৩ জন ভর্তি রয়েছেন।

ঢাকা মেডিকেল প্রতিনিধি

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *