ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে পানিতে ডুবে আবারো এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত পর্যটকের নাম সাইফুল ইসলাম (২৪)। সে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা ও সিলেট সরকারি কলেজের ছাত্র।এর আগে ভোলাগঞ্জ সাদাপাথরে বেড়াতে এসে লিডিং ইউনিভার্সিটির ছাত্র আবির নিখোঁজের তিনদিন পর লাশ নদীতে ভেঁসে উঠে।
শনিবার (২০ জুলাই) বিকালে সাদা পাথর পর্যটন এলাকায় পানিতে গোসল করতে নামে সে। এ সময় পানির স্রোতে তলিয়ে যায়।জানা যায়, আজ কয়েকজন বন্ধু সাদা পাথর দেখতে আসেন। সবাই এক সাথে নদীতে গোসল করতে নামেন। এ সময় নদীর স্রোতে তলিয়ে যায় সাইফুল ইসলাম। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসরা তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তাজুল ইসলাম পিপিএম পর্যটক মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রতিনিধি