চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের সেঞ্চুরিয়ান ইমাম-উল-হককে আউট করার পর হারিস সোহেলকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন মোস্তাফিজুর রহমান। এরই সঙ্গে ওয়ানডেতে উইকেটের সেঞ্চুরি করলেন ‘কাটার মাস্টার।
ইমামকে ফিরিয়ে পান ৯৯তম উইকেট। মাইলফলকে পৌঁছাতে বেশি সময় নিলেন না মোস্তাফিজ। পরের ওভারেই হারিসকে তুলে নিয়ে ৫২ ইনিংসে পূরণ করেন উইকেটের ‘সেঞ্চুরি’।
ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে তিন ফরমেটে বর্তমানে এই বোলারের মোট উইকেট সংখ্যা ১৭৯টি।
২০ উইকেট নিয়ে চলমান বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় দ্বিতীয় নম্বরে উঠে এসেছেন ‘কাটার মাস্টার’ খ্যাত তারকা। সেই সঙ্গে আগের ম্যাচে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে আব্দুর রাজ্জাককে টপকে বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তিও গড়েন এই বাঁহাতি পেসার।
বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেটের মালিক মাশরাফি বিন মর্তুজা। তার ঝুলিতে রয়েছে ২৬৬টি উইকেট। ২৬০ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে সাকিব আল হাসান। আব্দুর রাজ্জাক ১৫৩ ম্যাচ খেলে শিকার করেছেন ২০৭টি উইকেট। ১২৫ উইকেট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান মোহাম্মদ রফিকের। এরপরেই ৯৯ ম্যাচে ১২৪ উইকেট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রুবেল হোসেন।
সুত্র : পূর্বপশ্চিম
বার্তা বিভাগ প্রধান