কবি -মোঃমঈন উদ্দীন এরশাদঃ মরণ আমার নিকট ,
কবিতা
-মোঃমঈন উদ্দীন এরশাদ
কত ঔষধ খাইলাম আমি
খাড়ি তো আর করে না
আমার রোগটা কেউ ধরিত পারে না।
কত মুল্লা-মুন্সী দেখাইলাম
কত তাবিজ গলায় দিলাম
তবুও দেখি আছর করে
ধরছে যে আর ছাড়ে না আমার রোগটা কেউ ধরিত পারে না।
সিলেট গেলাম, ঢাকা গেলাম,
আরো গেলাম সিঙ্গাপুর,
যত ঔষধ খাই উল্টা ধর নিয়ন্ত্রণে আসে না।
আমার রোগটা কেউ ধরিত পারে না।
যা হবার তা হয়ে গেছে
আমার ঔষধ নাইরে দেশে !
মরণ আমার নিকট পথে
ঔষধ আমি পাইলাম না।।
( মৃত্যুর কয়েকদিন আগের লেখা )