Home » ৩৮তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

৩৮তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

অবশেষে ৩৮তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। ফলাফল প্রকাশের বিষয়ে আজ সোমবার দুপুরে বিশেষ সভা আহ্বান করেছে কমিশন। ঐ সভা শেষে ফলাফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন পিএসসির দায়িত্বশীল একটি সূত্র। এদিকে, ৩৮তম বিসিএসের ক্যাডারের পদসংখ্যা ১৩৬টি বাড়ছে।

বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) মেধাবীদের নিয়োগে সঠিক মূল্যায়নে মূলত ৩৮তম বিসিএস থেকে প্রথমবারের মতো তৃতীয় পরীক্ষকের দ্বারস্থ হয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আগে সবসময়ই একজন পরীক্ষক লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন করতেন। কিন্তু ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রতিটি খাতা দুজন পরীক্ষক মূল্যায়ন করেছেন। দুজন পরীক্ষকদের দেওয়া নম্বরের ব্যবধান ২০-এর বেশি হলে তৃতীয় পরীক্ষক উত্তরপত্র দেখবেন। এই নতুন পদ্ধতি অনুযায়ী, প্রথম পরীক্ষক এবং দ্বিতীয় পরীক্ষকের নম্বরের গড় যোগফল পাবেন পরীক্ষার্থীরা। দুইজন পরীক্ষকের নম্বর ২০-এর কমবেশি হলে তৃতীয় পরীক্ষক খাতা দেখেছেন। এখানে তৃতীয় পরীক্ষকের কাছাকাছি প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের মধ্যে যার নম্বরটি থাকবে, সেটি আমলে নিয়ে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।


প্রাপ্ত খবর অনুযায়ী, ৩৮তম বিসিএসে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থীর খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়। তৃতীয় পরীক্ষক খাতা মূল্যায়নে লিখিত পরীক্ষার ফল প্রকাশে বিলম্ব হচ্ছিল। যদিও ৩৮তম বিসিএসের মধ্যে ৩৯তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসককে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। এছাড়াও ৩৭তম বিসিএসের নন-ক্যাডার পদের প্রথম শ্রেণির প্রথম তালিকাও প্রকাশ করা হয়। প্রথম শ্রেণির আরেকটি তালিকাও দ্রুত প্রকাশের প্রস্তুতি চলছে। পাশাপাশি ৪০তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষাও অনুষ্ঠিত হয়।


এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, প্রথমবারের মতো ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার খাতা আমরা দুজন পরীক্ষকের দ্বারা মূল্যায়ন করেছি। ফলে নিখুঁতভাবে এবার খাতা মূল্যায়ন করা হয়েছে। প্রতিটি খাতা চুলচেরা বিশ্লেষণ করেছি। সূত্র :ইত্তেফাক

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *