বালাগঞ্জ উপজেলার নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দেওয়ান বাজার ইউনিয়নের প্রবীণ মুরুব্বি সিকন্দর আলীর সুস্থতার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করা হয়েছে।
তিনি সম্প্রতি নানা জটিল রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে শয্যাশায়ী। প্রায় ৮০বছর বয়স্ক অবসরপ্রাপ্ত এ প্রবীণ শিক্ষক কাউকে চিনতে পারছেন না। তাঁর শারীরিক অবস্থা গত কয়েকদিন যাবত গুরুতর পর্যায়ে রয়েছে। তাঁর কন্যা নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নার্গিস বেগম, জ্যেষ্ঠ ছেলে এটিএম মোশতাকসহ অন্য সন্তানরা তাদের পিতা শিক্ষক সিকন্দর আলীর সুস্থতার জন্য দেশে-বিদেশে তাঁর প্রাক্তন ছাত্রছাত্রী এবং গুণগ্রাহী সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে শনিবার (২৯ জুন) বিকালে দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসিদ আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ। গুরুতর অসুস্থ শিক্ষক সিকন্দর আলীকে দেখতে গিয়েছিলেন। এ সময় তারা অসুস্থ শিক্ষকের শয্যা পাশে কিছু সময় কাটান ও তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সুস্থতা কামনা করেন।