Home » টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে দারুণ খেলছে বাংলাদেশ। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন টাইগাররা। এই অবস্থায় আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে তারা। ম্যাচটি জিতলে বাংলাদেশের শেষ চারে খেলার আশা আরো বাড়বে। সেই লক্ষ্যে সাউদাম্পটনে টসে হেরে ব্যাটিং পেয়েছেন মাশরাফি-সাকিবরা।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। সাব্বির রহমানের জায়গায় ঢুকেছেন স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আর পেসার রুবেল হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

আফগানিস্তান দলেও এসেছে দুই পরিবর্তন। ছিটকে গেছেন হজরতউল্লাহ জাজাই ও আফতাব আলম। তাদের স্থানে জায়গা পেয়েছেন দৌলত জাদরান ও সামিউল্লাহ শেনওয়ারি।

বাংলাদেশ একাদশ– তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ

গুলবাদিন নাইব (অধিনায়ক), দৌলত জাদরান, রহমত শাহ, আসগর আফগান, হাসমতউল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, সামিউল্লাহ শেনওয়ারি, ইকরাম আলি খিল ও মুজিব-উর রহমান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *