রাজধানীতে আরমান নামের এক উবার চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উত্তরা এলাকায় একটি গাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।ঢাকা মেট্টো ঘ ২৫৪৫৪৫ নম্বরের গাড়ি থেকে ওই গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ৫২ নম্বর বাসার সামনে থেকে গাড়ি ও লাশটি উদ্ধার করা হয়।
তবে স্থানীয়রা সন্দেহ করছে উবার চালককে মেরে তার গাড়ি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে।লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই ) ফারুক ইসলাম। তিনি জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতিনিধি