Home » ফেনীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ মাদক বিক্রেতা নিহত

ফেনীতে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ২ মাদক বিক্রেতা নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৭ ফেনী ক্যাম্পের সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক বিক্রেতা নিহত হয়েছেন বলে র‌্যাব দাবী করেছে।শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন র‌্যাব-৭ ফেনী সিপিসি-১ উপঅধিনায়ক এএসপি যোনায়েদ আহম্মদ। এসময় ঘটনাস্থল থেকে একটি হটপটের ভেতরে লুকিয়া রাখা অবস্থায় ২৪ হাজার ৪ শ পিস হাজার পিস ইয়াবা , তাদের সাথে থাকা একটি ওয়ার সুটার গান ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করে।

এএসপি যোনায়েদ জানান, শনিবার দিবাগত রাতে ফতেহপুর রেলগেট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান পরিচালনা করলে সেখানে থাকা মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায় সেখান থেকে মৃত অবস্থায় দুইজনের লাশ উদ্ধার করা হয়।এর মধ্যে একজনের শার্টের পকেটে রাখা একটি কাগজে পরিচয় জানা যায়। তিনি হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হাসান রুবেল। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। নিহতের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।ফেনী জেনারেল হাসপাতালের ইমারজেন্সী মেডিকেল অফিসার ডা: নাজমুল হক সাম্মী জানান, আইন শৃংখলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ২ জন নিহত ব্যক্তির লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *