সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় লেগুনার ৬ যাত্রী নিহত হয়েছেন।
রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয়ও জানা যায়নি।
পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, লিমন পরিবহনের একটি বাস দিরাইয়ে যাত্রী নামিয়ে ঢাকায় ফিরছিল। এ সময় মদনপুর থেকে দিরাইগামী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর দুটি যানবাহনই ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই লেগুনার চালকসহ ছয় জনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও অন্তত পাঁচ জন। হতাহতরা সবাই লেগুনার আরোহী।
রবিবার সকাল ৭টায় সময় উপজেলার পাথারিয়ার গনিগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।তবে হতাহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনা কবলিত স্থানে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ অবস্থান করছে।দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর চেষ্টা চলছে। সড়কের দুই পাশে যান চলাচল আপাতত বন্ধ আছে।
প্রতিনিধি