রংপুর বিভাগীয় সমিতির আলোচনা
সভা ও ইফতার মাহফিল
প্রতি বছরের ন্যায় এবারো রংপুর বিভাগীয় সমিতির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৩১ মে শুক্রবার সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়।
সংগঠনের সভাপতি এম এ. সাত্তারের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সংগঠনের উপদেষ্টা সিকৃবির ডীন ড. এটিএম মাহবুব ই ইলাহী, শাবিপ্রবির কোষাধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম (দিপু), সিলেটস্থ টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি ডা. নজরুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সংগঠনের সাবেক সভাপতি মামুন হাসান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারি পরিচালক মো. গোলাম সারোয়ার, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্টেশন যোগাযোগ প্রকৌশলী নুরে আলম সিদ্দিকী, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের সহকারি প্রফেসর প্রণব কান্তি দেব, সাংবাদিক মো. দুলাল হোসেন, শেখ আশরাফুল আলম নাসির, সজল ছত্রী, সাইফুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি মো. শাহারুল মন্ডল, বেলাল আহমদ, রবিউল ইসলাম, ডা. রাজু আহমদ।
ইফতার মাহফিল ও আলোচনা সংগঠনের পক্ষ থেকে সভায় কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন হিসেবে যোগদান করায় প্রফেসর ড. এটিএম মাহবুব ই ইলাহী ও শাবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করায় প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মামুন হাসানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক