পশ্চিমা দেশগুলোতে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
আজ শনিবার (১ জুন) পবিত্র শহর মক্কাতুল মোকাররমায় অনুষ্ঠিত ওআইসি’র ১৪তম শীর্ষ সম্মেলনে দেওয়া নিজ বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ওআইসির নেতাদেরকে মুসলিম বিশ্বের দায়িত্ব নিতে হবে, বিশেষকরে যখন কেউ আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে গালি দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আমাদের ভালোবাসা ও অনুভূতি রয়েছে সেটা অন্যান্য দেশের কাছে প্রকাশ না করতে পারা ওআইসির একটি ব্যর্থতা।
ইমরান খান বলেন, পশ্চিমা দেশগুলোতে ইসলাম বিদ্বেষ চরমভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলামের সৌন্দর্যগুলো কি আমরা পশ্চিমাবিশ্বের সামনে তুলে ধরতে পারিনা? বিশ্বে ১০০ কোটির বেশি মুসলমান রয়েছে। অবশ্যই তাদের এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী আরো বলেন, উন্নত বিশ্বে এগিয়ে যেতে মুসলিম বিশ্বকে বিজ্ঞান প্রযুক্তি তে এগিয়ে আসতে হবে। শিক্ষার খাতকে আরো উন্নতশীল করতে হবে। মানসম্মত শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে। একসময় মুসলমানরা শিক্ষায়, জ্ঞানে অনেক এগিয়ে ছিল। আমরা আগামী প্রজন্মের জন্য চিন্তাভাবনা না করলে তাদের পিছিয়ে পরার ভয় করছি।
তিনি বলেন, কাশ্মীর, ফিলিস্তিনি জনগণের দুর্দশা আমাদের হৃদয়কে স্পর্শ করে। পাকিস্তান দুদেশের স্বাধীনতাকে সমর্থন করে। আমরা সমর্থন করি যে পুর্ব জেরুসালেম ফিলিস্তিনের রাজধানী।
তিনি আরো বলেন, কাশ্মীরের জনগণের আত্মনির্ধারনের অধিকার থাকতে হবে। মুসলিম বিশ্বের সঙ্গে সংঘটিত সকল অত্যাচারের বিরুদ্ধে আমাদের এক শরীর হয়ে রুখে দাঁড়াতে হবে।
প্রতিনিধি