মা খাদিজা জামে মসজিদ ভাংচুর ও লুটপাটের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও কানাইঘাট বড়চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী।
তিনি ১৯ মে এক বিবৃতি বলেন, সিলেট নগরীর উপকণ্ঠ শাহপরান বাইপাসে অবস্থিত মা খাদিজা জামে মসজিদের দুই একর জমি জবর দখল করতে মসজিদে হামলা ও ভাংচুর চালিয়েছে ভূমিখেকোরা। রাজনৈতিক লেবাসধারী এসব ভূমিখেকোরা বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করছে। হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর পূণ্য ভূমিতে মসজিদ মাদ্রাসা হামলা করে কোন সন্ত্রাসীরা তৌহিদী জনতার ও উলামায়ে কেরামদের আন্দোলনের মুখ থেকে সহজে রক্ষা পায় নাই। এই ঘটনায় দীর্ঘ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে আসামীদের আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান। তিনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের হস্তক্ষেপে এবং এলাকাবাসীর সহযোগিতায় মা খাদিজা মসজিদে বর্তমানে নির্ভিঘেœ নামাজ আদায় ও এতিম খানা পরিচালনায় হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়েও সজাগ দৃষ্টির রাখার আহ্বান জানান।
নির্বাহী সম্পাদক