সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, জীবিকা নির্বাহের প্রয়োজনে মানুষকে উপার্জনের নানাবিধ পথ বেছে নিতে হয়। এর অন্যতম পথ হচ্ছে হালাল ব্যবসায়ের মাধ্যমে জীবিকা উপার্জন করা। অবৈধ উপার্জন ও লোভ-লালসাকে সংবরণ করতে হবে। সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে বৈধ পথে ব্যবসা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করলে সমাজে অনেক সাফল্য অর্জন সম্ভব। সুতরাং ব্যবসা-বাণিজ্যে সততা, ন্যায়-নিষ্ঠা, বিশ্বস্ততা, আমানতদারী ইত্যাদির উপস্থিতি অতীব জরুরী।
তিনি ২১ মে মঙ্গলবার রাতে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় জনতা সুজ স্টোরের শো রুম উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন।
জনতা সুজ স্টোর এর সত্ত্বাধিকারী জাকারিয়া খান রাহাতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, ৪নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর শান্তনু দত্ত সনতু, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, মদিনা মার্কেট ব্যবসায়ী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমান, সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক বাবলু আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ শিবলী, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ সম্পাদক বিন আমিন, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রূপম আহমদ, ছাত্রলীগ নেতা সাফায়েত খান, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর, যুবলীগ নেতা রিমু খান, নাবিল, এহসান হামিদ, লিজা হক, বিশিষ্ট ব্যবসায়ী তাজ উদ্দিন, ব্যবসায়ী সদস্য আব্দুর রাকিব, ফজলুল হক, আব্দুল্লাহ আল মাছুম, ব্যবসায়ী সমিতির উপদেষ্টা হাজী ইন্তাজ আলী, সালাই মিয়া, রানা ঘোষ, রানা লোদী, বাবর লোদী, সাহেদ আহমদ, ব্যবসায়ী সমিতির সহ সভাপতি সাইদুল ইসলাম তারেক লোদী প্রমুখ।
নির্বাহী সম্পাদক