প্রতিবারের ন্যায় এবারো স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উই আর ওয়ানের উদ্যোগে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১২ রমজান) সিলেট সরকারী শিশু পরিবারের সদস্যদের নিয়ে এই ইফতার মাহফিল সম্পন্ন হয়। ইফতার মাহফিলে প্রায় ২০০ শত এতিম প্রতিবন্ধী শিশুরা উপস্থিত ছিল।
সংগঠনের সহ-সভাপতি আবুল বাশার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দিপন কুর্মির সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মো. ওবায়দুল্লাহ ইসহাক, জাফকো একাউন্ট্যান্স এর ডাইরেক্টর আবুল হাসান চৌধুরী, সংগঠনের সহ-সাধারন সম্পাদক ফেরদৌস খান নাঈম, শাকির, বাপ্পি, লিপু, সুফিয়ান, জাহিদ হাসান, জাহিদ, জাবেদ আহমেদ, হাসান চৌধুরী, তারিক হাসান, শফিউল, সায়মন, দিদার সহ সরকারি শিশু পরিবারের কর্মকর্তারা।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক সলমান আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক