Home » প্রভাষক মাসুদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রভাষক মাসুদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত


পাবনা শহীদ সরকারি কলেজের প্রভাষক মাসুদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১৮ মে ২০১৯ শনিবার দুপুর ২ ঘটিকায় সিলেট এম সি কলেজ ফটকস্থ সচেতন শিক্ষকবৃন্দ ও সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে স্কলার্সহোম মেজরটিলা কলেজ শাখার শিক্ষক মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্ত্বে ও বিপ্র দাস বিশু বিক্রমের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী গোলাম কিবরিয়া, অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তধ্বনি সংগঠনে সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সুরভী সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক মকসু আহমদ।
আরো উপস্থিত ছিলেন জাকারিয়া আহমদ, নজরুল ইসলাম, ফাহিম আহমেদ, সোহাগ আহমদ, মাসরাফী ইমতেয়াজ, ইমন মিয়া, সিহাব আহমদ, সাদেক আহমদ, বাদশা মিয়া, মাসুদ আহমদ সহ শিক্ষক ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাজে বলা হয় যেহেতু শিক্ষকরা জাতি গঠনের কারিগর সুতরাং শিক্ষকরা কেন নির্যাতিত হতে হবে। শিক্ষকের উপর হালাকারীদের উপর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *