ম্যাটার্নাল এইড এসোসিয়েশন ও বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ শাখার যৌথ উদ্যোগে “মাসিক ঋতুস্রাব সচেতনতা” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাবলী পুরকায়স্থ, বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রধান শিক্ষক নুসরাত হক ও মমতাজ বেগম, উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক রেজাউল হক ও রাফিজা খানম।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যাটার্নাল এইড এসোসিয়েশন এর রিজিওনাল হেড ডা. রেদোয়ান মুবিন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ক্যাম্পাস এম্ব্যাসাডর ডা. নূরে জান্নাত মৌ, নর্থ ইস্ট মেডিকেল কলেজের ইশতিয়াক আহমেদ খান, পার্কভিউ মেডিকেল কলেজের খলিল চৌধুরী, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ফয়জুল হোসেন চৌধুরী, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সাখাওয়াত জাহান রিফাত, শোয়েব হাসান, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি সেন্ট্রাল কমিটির লিয়াজো অফিসার আলী আওসাফ, এসিসটেন্ট ন্যাশনাল অফিসার সোহেলি হাসান, লোকাল কমিটির প্রেসিডেন্ট সিজান ইসলাম, লোকাল কমিটি কো অর্ডিনেটর সাইফুল ইসলাম।
স্বেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন, হুমায়রা নুন, লাবিবা লিয়াকত, সানিজা তাবাসসুম, ফারজানা নির্ঝনা, তানিয়া আক্তার, আফসানা আক্তার, হুর তাশফি, জান্নাত তন্নী, কমলিকা চক্রবর্তী দিশা, জাকিয়া সুলতানা জেবা, জেমিমা সাইদিন, বিথী রুদ্র, ফাহিমা সুলতানা, সুপর্ণা, নিশাত জাহান চৌধুরী, সামিনা জাহান, ইসরাত জাহান মৌসুমী, সামিনা আক্তার স্মৃতি প্রমুখ। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক