বাক প্রতিবন্ধীদের নিয়ে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সিলেটের ৩দিন ব্যাপী প্রজেক্ট তৃপ্তির ইফতার মাহফিলের ১ম দিন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বুধবার সিলেট নগরীর শেখঘাট সরকারি বাক প্রতিবন্ধী বিদ্যালয়ে গুড ডিডস্ চ্যারিটির সহায়তায় এ ইফতার মাহফিল হয়।
ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সিলেটের সভাপতি সৈয়দ শাহরিয়ার সাদমানের সভাপতিত্বে ও মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা মিলাদুর রহমানের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সরকারি বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য, সিলেট স্টেশন ক্লাবের সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীন, সরকারি বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, হাউজ প্যারেন্ট সাঈম খাঁন, সহকারি শিক্ষক মুহাম্মদ সফিউল আলম। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন আব্দুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গুড ডিডস্ চ্যারিটির চীফ কো-অর্ডিনেটর মোহাম্মদ মুনজেরিন চৌধুরী, কো অর্ডিনেটর এনায়েতুল বারি মুন, খায়রুল আলম খান, সাফকাত আদিল, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সিলেটের সহ সভাপতি ওয়াফিদ খন্দকার, সাধারণ সম্পাদক আহমদ শাহরিয়ার সোহান, কোষাধ্যক্ষ সানজিদা জান্নাত, অফিস সহকারি মো. নাজমুল হাসান মো. শান্ত ইসলাম, মো. শাহরিয়ার সাজ্জাদ, মো. সোহরাব হোসেন মিয়া, মো. আনোয়ার হোসেন লিটন, বুরহান আহমদ, সাখাওয়াত হোসেন রকি, আসিফ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক