গৌরবে সৌরভে ১০ বছর অতিক্রম করলো পারমিতা, সিলেট
এবারের আয়োজনেও থাকছে
রত্নগর্ভা সম্মাননা- বৃহত্তর সিলেট বিভাগের স্থায়ী অধিবাসী, যিনি
তাঁর অধিক সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে
সমর্থ হয়েছেন। বর্তমানে জীবিত
গর্বিতপিতা সম্মাননা- বৃহত্তর সিলেট বিভাগের স্থায়ী অধিবাসী, যিনি
তাঁর অধিক সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত
করতে সমর্থ হয়েছেন। বর্তমানে জীবিত
লেখকমাতা সম্মাননা- সুপরিচিত সুসাহিত্যিকের গর্বিত জননী
গুণীজন সম্মাননা- যিনি সাদা মনের মানুষ ও যার কার্যকারণে
সমাজ উপকৃত এবং যিনি সমালোচনার ঊর্দ্ধে।
এককালীন শিক্ষা বৃত্তি- গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য
বৃহত্তর সিলেট বিভাগের স্থায়ী অধিবাসীদের নিকট থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা যাচ্ছে।
পবিত্র ঈদ-উল-ফিতরের পরপরই আয়োজন সম্পন্ন হবে।
পরিচালনা পর্ষদের বিবেচনা/সিদ্ধান্ত চূড়ান্ত
প্রয়োজনে পারমিতা, সিলেট পেইজ ভিজিট করুন।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন- ধ্রুব গৌতম ০১৭১১১৪৯৬০৫
জীবনবৃত্তান্ত পাঠানোর ঠিকানা- ধ্রুব জ্যোতি দাস, ভূমি অধিগ্রহণ শাখা, রাজস্ব ভবন, ৪র্থতলা, সিলেট। dhrubagoutam@gmail.com
নির্বাহী সম্পাদক