ক্রমশ বাড়ছে উত্তেজনা। একদিকে যখন সমস্ত নিষেধাজ্ঞাকে উড়িয়ে একের পর এক মিসাইলের পরীক্ষা করে যাচ্ছে উত্তর কোরিয়া, অন্যদিকে তখন সেনা সাজাচ্ছে আমেরিকা। আর আমেরিকার এহেন কৌশলি সিদ্ধান্ত ঘিরে যুদ্ধের গন্ধ পাচ্ছেন সামরিক পর্যবেক্ষকরা।
শুক্রবার গভীর রাতে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে মার্কিন স্ট্রেটেজিক বি-৫২এইচ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান অবতরণ করেছে। মার্কিন বিমান বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেই পরমাণু-বোমারু বিমানের একটি ছবি প্রকাশ করেছে। আর সেই ছবি প্রকাশ করার পরেই আশঙ্কায় ভুগছে গোটা বিশ্ব। কাতারের বিমানঘাঁটিতে একটি বিমান নামলেই অন্যান্য বিমানগুলো কোথায় নেমেছে তা জানানো হয়নি। আর তা জানানো না হওয়াতে আশঙ্কায় আরও বেড়েছে।
যদিও মার্কিন বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, এই সমস্ত যুদ্ধ বিমান দক্ষিণপশ্চিম এশিয়ায় অবতরণ করেছে। অবশ্য এর আগে মার্কিন বিবৃতিতে দক্ষিণপশ্চিম এশিয়ার ঘাঁটি বলতে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের আল-উদেইদ ঘাঁটিকে বোঝানো হয়েছে। এই সমস্ত বোমারু বিমান লুজিয়ানার বার্কসডেল এয়ার ফোর্স বেজের ২০তম বম্ব স্কোয়াড্রন থেকে এসেছে বলেও জানানো হয়েছে।