Home » মোবাইলে প্রতিদিন লেনদেন হয় ১ হাজার ১১৯ কোটি টাকা

মোবাইলে প্রতিদিন লেনদেন হয় ১ হাজার ১১৯ কোটি টাকা

মোবাইল ফোনের মাধ্যমে প্রতিদিন ১ হাজার ১১৯ কোটি টাকা লেনদেন হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ (মার্চ) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে দেশের ১৬টি ব্যাংক মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে।

মার্চ শেষে এসব প্রতিষ্ঠানে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস)-এর নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৭৫ লাখ ৪০ হাজার। এ সেবায় গত মার্চে প্রতিদিন গড়ে ৬৭ লাখ ৪৪ হাজার বার লেনদেনে হয়েছে। এর মাধ্যমে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১১৮ কোটি ৬৬ লাখ টাকা। এ সময় মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ১৯ হাজার ১৯১ জন।

জানা গেছে, ব্যাংকে গিয়ে টাকা লেনদেনের ঝামেলা এড়াতে প্রতিদিনই বাড়ছে বিভিন্ন ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহক। এর সঙ্গে যুক্ত হচ্ছে অনেক নতুন নতুন সেবাও। বিদ্যুৎ, গ্যাস, পানির বিল অর্থাৎ সেবা মূল্য পরিশোধ, কেনাকাটার বিল পরিশোধ, বেতন-ভাতা দেওয়া, বিদেশ থেকে টাকা পাঠানো অর্থাৎ রেমিট্যান্স পাঠানোসহ বিভিন্ন ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং সেবা এখন পছন্দের মাধ্যম।

২০১০ সালে মোবাইল ব্যাংকিং কার্যক্রম চালু করে বাংলাদেশ ব্যাংক। ২০১১ সালের ৩১ মার্চ বেসরকারি খাতের ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা চালুর মধ্য দিয়ে দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের যাত্রা শুরু হয়। এর পরপরই ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মোবাইল ব্যাংকিং সেবা চালু করে বিকাশ। বর্তমানে মোবাইল ব্যাংকিং সেবার বাজারের সিংহভাগই বিকাশের দখলে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *