দেশবরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে কিংবদন্তি সঙ্গীতশিল্পীর প্রতি ফুলের শ্রদ্ধা জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও এসময় তারকা শিল্পী, বিভিন্ন সংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ বরেণ্য এ শিল্পীকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, সুবীর নন্দী মঙ্গলবার ভোররাত সাড়ে চারটায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
নির্বাহী সম্পাদক