ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৮। যা কিনা একটি শক্তিশালী ভূমিকম্প হিসাবেই দেখছে সে দেশের আবহাওয়াবিদরা। জাপানের হোকাইদোর দ্বীপে আঘাত হানে শক্তিশালী এই ভূমিকম্প। তবে এই ভূমিকম্পের পর দেশে এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
তবে তীব্র কম্পনে প্রবল আতঙ্ক তৈরি হয়েছে সে দেশের মানুষের মধ্যে। হঠাত কম্পনে রাস্তায় নেমে আসেন বহু মানুষ। যদিও এখনও পর্যন্ত প্রবল এই কম্পনে কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এমনকি হতাহতের খবর জানা যায়নি।
মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, হোকাইদোর উত্তরাঞ্চলীয় দ্বীপে উৎপত্তি হওয়া এই ভূমিকম্প আঘাত হেনেছে। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫৯ কিলোমিটার গভীরে। ফলে বেশ কম্পন অনুভূত করা গিয়েছে। এই কম্পনের ফলে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা এবং প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র এখনও পর্যন্ত কোনও সুনামি সতর্কতা জারি করেনি।