বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগে প্রস্তুতির জন্য ভাল সুযোগ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। তাই বলাই যায় যে নিজেদের ঝালিয়ে নিতেই বুধবার (১ মে) আয়রল্যান্ডের উদ্দেশ্যে মাশরাফির নেতৃত্বে ঢাকা ছাড়বে টাইগারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টায় দেশ ছাড়বে বাংলাদেশ। দুবাইয়ে যাত্রা বিরতির পর আয়ারল্যান্ডে পৌঁছাবে মাশরাফিবাহিনী।
বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ জন ক্রিকেটার আর ত্রিদেশীয় সিরিজের জন্য দলে থাকা অতিরিক্ত ৪ জন ক্রিকেটারসহ কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের সবাই একসঙ্গে যাবেন।
৫ মে ত্রিদেশীয় সিরিজ শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর আগে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
বার্তা বিভাগ প্রধান