ডেস্ক নিউজ: তা’লীমুল কুরআন ইন্টারন্যাশনাল সিলেট শাখার আয়োজনে আজ বুধবার (৪এপ্রিল) বিকাল ৩টায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সংবর্ধনা, ক্বেরাত ও নাশীদ মাহফিলে যোগদানের লক্ষ্যে সিলেট আসছেন আন্তর্জাতিক হাফেজ-ক্বারিগণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক্ব চৌধুরী।
উপস্থিত থাকবেন কুরআনের আলো ফাউন্ডেশনের (এনটিভি) চেয়ারম্যান হাফেজ ক্বারি আবু ইউসুফ।
মাহফিলে ক্বেরাত পরিবেশন করবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারি হাবিবুল্লাহ বেলালী ঢাকা, ক্বারি শায়খ আহমদ হাসান লন্ডন, বিশ্বজয়ী হাফেজ ক্বারি জাকারিয়া ঢাকা, বিশ্বজয়ী শিশুকারি আবু রায়হান ঢাকা, প্রবাসী শিশুকারি জাকারিয়া হাসান লন্ডন, হাফেজ জুবায়ের সিদ্দিকী সিলেট ও হাফেজ মামনূন সাঈদ সিলেট।
নাশীদ পরিবেশন করবেন গীতিকার ও সুরকার জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের সিনিয়র শিল্পী আহমদ আবদুল্লাহ, শিল্পী ফয়েজ আহমদ শাহরুখ, আরিফ বিল্লাহ বিএফভি, মাহমুদুল হাসান দিগন্ত, তারেক আল হাসান দিগন্ত।
মাহফিল উপস্থাপনা করবেন খ্যাতিমান আবৃত্তি শিল্পী আলী হোসাইন খান ইমন। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
মাহফিলে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য শাখা সচিব হাফেজ আব্দুল করীম সকলকে আহবান জানিয়েছেন।
নির্বাহী সম্পাদক