আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিলেট জেলা শ্রমিক মজলিসের উদ্যোগে সমাবেশ ও র্যালী অনুষ্টিত হয়েছে। ৩০ এপ্রিল মঙ্গলবার র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীর পূর্বে সুরমা মার্কেটস্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মতিউল ইসলাম মতিন এবং সহ সাধারন কে এম রফিকুজ্জামানের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেদ্দা মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক উবায়দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজি আব্দুল ওয়াদুদ, মাওলানা সাখাওয়াত হোসেন, সিলেট সদর উপজেলা সভাপতি ডা. এনামুল হক এনাম, গোয়াইনঘাট উপজেলা আহবায়ক হাসান আহমদ চৌধুরী, গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা রেজাউল করিম, শ্রমিকনেতা সফিউল্লাহ মাসরুর, ইমরান হোসেন, জুনেদ আহমদ, জাহেদ মুয়াজ প্রমূখ। বিজ্ঞপ্তি
নির্বাহী সম্পাদক