Home » আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

আল আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত


আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিলেট জোনের ১২ শাখার সহকারী ব্যবস্থাপক, বিনিয়োগ বিভাগের প্রধান ও বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধানদের নিয়ে শরীআহ, ইমপ্লিমেন্টেশন ইন এআইবিএল” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৭শে এপ্রিল শনিবার সিলেটের সোবহানীঘাটস্থ হোটেল ভ্যালী গার্ডেনের কনফারেন্স হলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের শরীআহ্ সুপারভাইজারি কমিটির সচিব ও ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুর রহিম খানের সভাপতিত্বে এবং সিলেট জোনাল অফিসের কর্মকর্তা নুরুল আম্বিয়া চৌধুরী, এফএভিপি ও প্রিন্সিপাল অফিসার মো. সাইফুল ইসলামের যৌথ উপস্থাপনায় দিনব্যাপি কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন অত্র ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেট জোনের প্রধান মো. ফজলুল রহমান (আশরাফী)।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি আশরাফী পবিত্র কোরআনের আলোকে মানব জীবনে তথা ব্যাংকিং-এ সুদের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং জীবনের সর্বক্ষেত্রে সুদ পরিহার করে শরীআহ ভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ডের উপর গুরুত্বারোপ করে বক্তব্য পেশ করেন। তিনি বলেন, পবিত্র কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত ব্যাংকিং ব্যবস্থা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যাংকিং ব্যবস্থা। পৃথিবীর বিভিন্ন দেশে ইসলামী শরীয়াভিত্তিক ব্যাংকিং অত্যন্ত জনপ্রিয় এবং কল্যাণধর্মী ব্যাংকিং হিসাবে স্বীকৃতি পাচ্ছে এমনকি অমুসলিম দেশগুলোতেও ইসলামী ব্যাংকিং পদ্ধতির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
কর্মশালায় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও জিন্দাবাজার শাখার ব্যবস্থাপক এ.এস.এম গৌছ উদ্দীন সিদ্দিকী এবং শরীয়া সুপারভাইজারি কমিটির মুরাকিব ও ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবু ইউসুফ, মুরাক্বি ও ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ইলিয়াছ এবং মুরাকিব ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ ইদ্রিস আলী।
উক্ত কর্মশালায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শরীয়া সুপারভাইজারি কমিটির মুরাক্বিগণ ব্যাংকিং-এ শরীয়া নীতিমালার যথাযথ প্রয়োগ এবং তার কৌশল বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।
পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন আম্বরখানা শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আব্দুল আহাদ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *