Home » নিখোঁজের পনের দিন পরও সন্ধান মিলেনি মৌলভীবাজারের জুবেলের

নিখোঁজের পনের দিন পরও সন্ধান মিলেনি মৌলভীবাজারের জুবেলের

মৌলভীবাজার জেলার সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের আকবরপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র আব্দুস সালাম জুবেল গত ০৮ এপ্রিল ২০১৯ তারিখে অফিস থেকে ফেরার সময় গিয়াসপুর বাজার থেকে সন্ধ্যা ০৬.৩০ টায় নিখোঁজ হয়েছেন। জুবেল তিনি “মৌলভীবাজার ক্যবল সিস্টেম নেটওয়ার্ক”( MCS) শ্রীমঙ্গলের ভৈরব বাজারে চাকুরী করতেন।

আব্দুস সালাম জুবেল(১৮) প্রতিদিন বিকাল ৫.০০ টার দিকে বাড়ি ফিরলেও এদিন সে দেরি করায় তার মা তাকে ফোন করেন ৬.০০ টার দিকে। তখন সে মাছ, পান কিনে মায়ের সাথে ফোনে কথা বলে যে আর কিছু লাগবে কিনা। তিনি বলেন আর কিছু লাগবেনা। এর ১০ মিনিট পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং সে আর বাড়ি ফিরে নি। তার ব্যবহৃত ফোন নাম্বার হলো – ০১৭৬০-০৭৯২৬৪, ব্যবহৃত মোবাইল -স্যামসাং ডোউজ স্মার্ট ফোন। বিগত ৮ এপ্রিল ১৯ ইং অনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ থেকে নিখোঁজ।

এ বিষয়ে মৌলভীবাজার সদর থানায় সাধারন ডায়রি করা হলেও পুলিশ প্রশাসন নিরব রয়েছে। ডায়রি নং- ৫৪৭ তারিখ: ১০.০৪.২০১৯। সাধারণ ডায়রি করেন তার বড় ভাই আব্দুস সামাদ আজাদ। ১১.০৪.২০১৯ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার সময় ২০ (বিশ) মিনটের মতো আব্দুস সালাম জুবেলের মোবাইল খোলা পেয়ে পরিবারের লোকজন থানা দৌড়ে যান কিন্তু থানা থেকে আশানুরূপ ফল পাননি।
তিনি প্রশাসনের সহায়তা চেয়েছেন। ছেলে হারানোর যন্ত্রনায় মা, ভাইবোনসহ আত্মীয় স্বজন কান্নায় ভেঙ্গে পড়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *