জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উপলক্ষে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত সেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় সেচ্ছায় রক্তদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন- সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. ইউনুসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ডা মো. নাসিম আহমদ, সেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
অনুষ্টানে বিগ্রেডিয়ার জেনারেল ডা. ইউনুসুর রহমান বলেন, বর্তমান সরকারের আমলে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। অতীতে আমাদের দেশে সচেতনতা ছিল না। মানুষ এখন রক্তদান করতে ভয় পায় না। মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে তারা বুঝতে পারছে আসলে রক্তদান করলে নিজের শরীর সব সময় সুস্থ থাকে। সেজন্য আমাদের সবার উচিত প্রতি ৪মাস পর পর রক্তদান করা।
তিনি বলেন, আমাদের জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ আজকের শেষ ও পঞ্চম দিবসের নানা আয়োজনের মধ্যে সেচ্ছায় রক্তদান কর্মসূচী অতি গুরুত্বপূর্ণ তাই সকলে মিলে আমরা একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিব।
উক্ত রক্তদান কর্মসূচীর অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন- নার্স সেবা তত্বাবধায়ক শিউলী আক্তার, সেবা তত্বাবধায়ক রেনুয়ারা আক্তার, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট শাখার সভাপতি শামীমা নাসরীন, সহ সভাপতি ভ্রান্তীবালা দেবী, সাধারণ সম্পাদক ইসরাঈল আলী সাদেক, অরবিন্দু চন্দ্র দাস প্রমুখ।
নির্বাহী সম্পাদক