Home » নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে সচেতন আলেম সমাজের মানববন্ধন

নুসরাত হত্যাকারীদের শাস্তির দাবিতে সচেতন আলেম সমাজের মানববন্ধন

ফেনীতে সোনারগাজী পৌর এলাকায় ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যা ও কক্সবাজারে মাধকবিরোধী বক্তব্য দেয়ায় মসজিদের ইমামকে নির্যাতনের প্রতিবাদে মানববন্দন করেছে সচেতন আলেম সমাজ সিলেট।
শুক্রবার (১২ এপ্রিল) বাদ জুম্মা সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধন থেকে ৭ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, নুসরাত হত্যার বিষয়টি কোনভাবেই যেন বিচারাধীন থাকার নামে ঝুলন্ত না থাকে, সুষ্ঠু তদন্ত করে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে, নুসরাত হত্যার সাথে জড়িত ঘাতকদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, শিক্ষক পরিচয়ে ধর্ষক অধ্যক্ষকে সর্বপ্রকার আইনী সহায়তা থেকে বিরত থাকতে হবে, আদালতে ঘাতকদের পক্ষ থেকে যারা আইনী লড়াই করছে তাদের আইনী প্রক্রিয়ায় বয়কট করতে হবে, মাদকের বিরুদ্ধে কথা বলায় ইমামকে যে নির্মমভাবে আহত করেছে তাদেরকে আইনের আওতায় নিযে আসতে হবে, ৩ মাসে এ পর্যন্ত ১৮৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এই সকল অপরাধীদের ট্রাইব্যুনালে নিয়ে অতিসত্ত¡র বিচার করতে হবে। 


মীম সুফিয়ানের সভাপতিত্বে ও লুকমান হাকিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন  কাজির বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মুফতি মুফিজুর রহমান, আব্দুল মালিক চৌধুরী, কে.এম আব্দুল­াহ আল মামুন, মাওলানা মামুন আহমদ, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা ফয়ছল আহমদ, রুহুল আমিন নগরী, ফাহাদ আমান, ক্বারী মুজাম্মিল, আফজাল হোসাইন কামিল প্রমুখ।  

মানববন্ধনে সংহিত প্রকাশ করেন- মাদানী কাফেলা বাংলাদেশ, বাংলাদেশ ছাত্র মজলিস সিলেট মহানগর, জাগরণ সাংস্কৃতিক দল, কলবর সিলেট, মুক্তস্বর সিলেট, ক্বওমী মাদ্রাসার বিভিন্ন ছাত্র সংসদ, এমসি কলেজ ক্বওমী স্টুডেন্ট ফোরাম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল। 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *