একজন অসহায় ও অবহেলিত নাগরিকের মনের আকুতি।যদি মহান কোন রাজনীতিবিদ, সমাজসেবক, কলামিস্ট সচিব মহাদ্বয় ও সাংবাদিকবৃন্দের চোখে আমার এ লেখাটা পড়ে তাহলে দয়া করে আমার এ আকুতিটি মানবতার সেবক মানসকন্যা প্রানের নেতা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু পৌছে দিবেন। ছবি গুলো কি বিবেকের কাছে কোন কথা বলে? সারা দেশের অবহেলিত, সুবিধা বঞ্চিত শিশু ও নাগরিকদের পক্ষে আমি নিজেই একজন অবহেলিত নাগরিক হিসাবে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির কাছে ৫ বছরের জন্য নয় ১/২ বছরের জন্য পরিক্ষা মূলক সারাদেশে জন্য মহান সংসদে আমাকে একজন অতিথি সংসদ সদস্য পদ দেওয়া আকুল আবেদন জানাচ্ছি। গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি মহাদ্বয় প্রথমে আমার সালামও শুভেচ্ছা গ্রহণ করুন। আমি আপনার সরকারের বিপক্ষের কোন নাগরিক নই ।
আমি ভারতের নেতাজি সুবাস চন্দ্র বসু ও আমার দেশের দেশ নায়ক যাহার জন্ম না হলে হয়তো আল্লাহুর রহমতে এ বাংলাদেশের সৃষ্টি হতো না সেই মহান নেতা শেখ মুজিবুর রহমান যেমন এই দেশটাকে একটি সোনার দেশে পরিনত করতে চেয়েছিলেন আজ উনার সেই স্বপ্ন পূরনে আপনি ও আপনারা নিজেদের জীবন বিপন্ন করে এ দেশের উন্নয়নে কাজ করে চলেছেন। আমি অশিক্ষিত হলেও এটা জানি মহান সংসদে কিছু সংরক্ষিত মহিলা আসন আছে আমি সাথে সাথে আপনাদের মাধ্যমে আমাকে ঐ মহান সংসদে সারাদেশের অবহেলিত, সুবিধা বঞ্চিত নাগরিকদের পক্ষে পরিক্ষা মূলক আমাকে একজন স্বেচ্ছাসেবক অতিথি সংসদ সদস্য পদ দেওয়া আকুল আকুতি জানাচ্ছি। অতএব মাহাদ্বয়ের কাছে আমি সারাদেশের অবহেলিত, সুবিধা বঞ্চিত নাগরিকদের পক্ষে নিজেই আকুতি জানাচ্ছি ঐ মহান সংসদে একজন অতিথি সংসদ সদস্য পদ দিয়ে আপনাদেরই মাধ্যমে এই দেশটাকে একটি সোনার দেশ তৈরিতে আপনাদের একান্ত মর্জি হয়। আপনারা দয়া করে আমাকে একটা সুযোগ তৈরি করে দিন আমি আপনাদের মাধ্যমে ও সহযোগিতায় আমি১/২ বছরের জন্য এ দেশটাকে ৮০ থেকে ৮৫ % পরিবর্তন না করতে পারি তাহলে আমি জনসম্মুখে ঢাকার রাজপথে নিজেকে উৎসর্গ করবো ধন্যবাদান্তে সারাদেশের অবহেলিত,সুবিধা বঞ্চিত নাগরিক ও শিশুদের পক্ষে মোঃ আবু জাহিদ
প্রতিনিধি