Home » সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ

সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ

দেশের ১২তম সিটি কর্পোরেশন হিসেবে অনুমোদন পেলো ময়মনসিংহ। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়েছে। তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) এনএম জিয়াউল আলম এক প্রেস ব্রিফিংয়ে এই খবর জানান।

এনএম জিয়াউল আলম বলেন এটি দেশের ১২ তম সিটি কর্পোরেশন । ভূমির সীমানা  ৯১.৩১৫ বর্গ কিলোমিটার। প্রতি বর্গ কিলোমিটারে মানুষের ঘনত্ব  ৫ হাজার  ১৬৭ জন। মোট জনসংখ্যা  ৪ লাখ ৭১ হাজার  ৮শ’ ৫৮জন। পূর্বেকার ময়মনসিংহ পৌরসভা ও আশপাশের ১৩টি ইউনিয়নের সম্পূর্ণ ও ছয়টি ইউনিয়নের আংশিক সীমানা নিয়ে এই সিটি কর্পোরেশন গঠিত হবে।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *