কেইজ রেভোলেশন. লন্ডন কসমেটিক্স গ্রান্ড ওপেনিং এন্ড এর প্রোডাক্টের উদ্বোধন করা হয়েছে। ১১ এপ্রিল বৃহস্পতিবার বেলা ২টায় সিলেট নগরীর একটি কনভেশন হলে উদ্বোধন অনুষ্ঠিত হয়। কেইজ রেভোলেশন. লন্ডন নিউ কসমেটিক্স একটি ব্র্যান্ড। এটি সরাসরি লন্ডন থেকে আমদানি করা হয়। এর সত্ত্বাধিকারী হলেন লন্ডন প্রবাসী সিলেটের কলি বেগম। কেইজ রেভোলেশন. লন্ডন কসমেটিক্স গ্রান্ড অপেনিং এন্ড প্রোডাক্টের উদ্বোধনী বক্তব্য রাখেন কেইজ রেভোলেশনের সত্ত্বাধিকারী লন্ডন প্রবাসী সিলেটের কলি বেগম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের এ্যাসিসটেন্ট প্রফেসর স্নিদ্ধা দাস, লন্ডন প্রবাসী রায়মা রহমান, লন্ডন প্রবাসী নাসরিন বেগম, ডা. ফাবলিয়া তাবাচ্ছুম লামিয়া, ডা. সাইদা সুমন তুলি, জান্নাতুল ফেরদৌস তারিন, নাসরিন আলম খান নওশিন, মোতাহারা মৌরি, ফারজানা চৌধুরী জলি, আঞ্জুম কাবির প্রমুখ।
নির্বাহী সম্পাদক