নেতা ধোনির মুকুটে আজ জুড়তে পারে নতুন পালক৷ জয়পুরে এদিন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ চেন্নাই সুপার কিংসের৷ এই ম্যাচেই অধিনায়ক হিসেবে আইপিএলের রেকর্ডবুকে জায়গা করে নিতে পারেন মাহি৷
রাহানের রাজস্থানকে হারিয়ে এদিন ম্যাচ জিতলে আইপিএল কেরিয়ারে অধিনায়ক হিসেবে শততম ম্যাচ জিতে ফেলবেন ধোনি৷ আইপিএলে অধিনায়ক হিসেবে কোনও ক্রিকেটারের একশোটি ম্যাচ জয়ের কৃতিত্ব নেই৷
বার্তা বিভাগ প্রধান