Home » ”আমার বউকে আমি নেব, গেইটে কেন টাকা দিব”

”আমার বউকে আমি নেব, গেইটে কেন টাকা দিব”

ফরিদ উদ্দিন: গ্রাম বাংলার বিয়ের অনুষ্ঠানে কনের বাড়ি বা মঞ্চে বর পক্ষকে গেইট পাস (নগদ টাকা) দেওয়ার রেওয়াজ চলমান। বিভিন্ন এলাকায় বিভিন্ন কায়দায় বর পক্ষ থেকে টাকা নেওয়া হয়। কেউ কেউ লটারি করেও বিভিন্ন অংকের টাকা তুলেন। কোন কোন জায়গায় এ ধরণের রীতিনীতি নিয়ে হরহামেশা ঝগড়াঝাটির খবর পাওয়া যায়।

কিন্তু এবার সিলেটের ফেঞ্চুগঞ্জে দেখা গেল অভিনব উল্টো চিত্র। আর বরপক্ষের এ অভিনব কায়দা প্রশংসা কুড়াচ্ছে। 

জানা গেছে বুধবার (১০ এপ্রিল) ফেঞ্চুগঞ্জের সামাদ প্লাজা কমিউনিটি সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। কনেপক্ষকে গেইট সেলামি তো দূরের কথা উল্টো বরপক্ষ এ রীতির বিরুদ্ধে বিভিন্ন বক্তব্যের প্লে কার্ড তুলে ধরেন। একটা প্লে-কার্ডে লেখা ছিল “বর কি এটিএম মেশিন?” আরেকটি প্লে কার্ডে লেখা ছিল “আমার বউকে আমি নেব, গেইটে কেন টাকা দিব” আরেকটায় লেখা ছিল “গেইট ধরার নামে চাদাবাজি বন্ধ কর”।

এরকম প্লেকার্ড দেখে প্রথমে হতভম্ব হয়ে যান বরপক্ষের লোকজন। কিন্তু পরক্ষনে তারাই সাধুবাদে মেতে উঠেন। বিয়ের দাওয়াতে আসা মেহমানরা দিনভর প্লেকার্ডগুলোর প্রশংসা করেন। বিষয়টি আলোচনায় চলে আসে উপজেলাজুড়ে। সাধারণ মানুষরা সাধুবাদ জানিয়ে বলেন, এ প্লেকার্ডগুলো অনেক বড় অর্থ বহন করে। যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত বর তাদের জন্য প্লেকার্ডগুলো আশীর্বাদ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *