Home » সিলেট আবু সিনা হাসপাতাল বাস্তবায়ন ও নগর উন্নয়ন পরিষদ’ গঠিত

সিলেট আবু সিনা হাসপাতাল বাস্তবায়ন ও নগর উন্নয়ন পরিষদ’ গঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভিত্তিপ্রস্তরকৃত সিলেট জেলা হাসপাতাল বাস্তবায়নের লক্ষ্যে এক সভা মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় সিলেটের জিন্দাবাজারস্থ ব্লু ওয়াটারে অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইকরামুল কবির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তরা সিলেটবাসীর দীর্ঘ দিনের দাবির পরিপ্রেক্ষিতে বাস্তবায়নকৃত সিলেট
জেলা হাসপাতালের নির্মাণ কাজ শুরু করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সাথে সিলেট আবু সিনা হাসপাতাল নামে এই হাসপাতালের বাস্তবায়নে দাবির পাশাপাশি ঐতিহ্যের কোন স্মারক থেকে থাকলে তা হাসপাতালের একটি
অংশে সংরক্ষণের দাবি জানানো হয়।

সভায় সাংবাদিক ইকরামুল কবিরকে আহ্বায়ক করে ‘সিলেট আবু সিনা হাসপাতাল বাস্তবায়ন ও নগর উন্নয়ন পরিষদ’ গঠন করা হয়।



পরিষদের অন্যান্য সদস্যরা হচ্ছেন, ক্রীড়া সাংবাদিক বদরুদ্দোজ বদর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি শামসুল আলম সেলিম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের সভাপতি আমিনুল ইসলাম লিটন, বৃহত্তর সিলেট কল্যাণ সমিতির
সাধারণ সম্পাদক এম এ মতিন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি দিগেন সিংহ, সাংবাদিক সজল ঘোষ, সাংবাদিক কাউসার চৌধুরী, সিলেট ট্যুরিজম ক্লাবের সভাপতি হুমায়ূন কবির লিটন, শুদ্ধবার্তা যুব ঐক্য ফাউন্ডেশনের সভাপতি বিপ্র দাস বিশু বিক্রম, সাংগঠনিক সম্পাদক অরুণ দাস প্রমূখ।

সভায় বক্তারা সিলেট আবু সিনা হাসপাতাল নির্মাণসহ সরকারের উন্নয়নের কাজ ব্যাহত করার জন্য সব ধরণের ষড়যন্ত্র ও অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সকল মহলের প্রতি বক্তরা আহ্বান জানান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *