Home » সড়ক দুর্ঘটনায় সন্তানসহ নারী ক্রিকেটারের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় সন্তানসহ নারী ক্রিকেটারের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার হয়ে নারী বিশ্বকাপ খেলা সবেক ক্রিকেটার ইলিরিসা থুনিসেন ফৌরি এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্টের স্টিলফন্টিনে মারাত্মক দুর্ঘটনায় মারা যান তিনি। সঙ্গে থাকা তাঁর সন্তানও দুর্ঘটনায় প্রাণ হারায়।স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, উত্তরপশ্চিমাঞ্চলীয় খনি শহরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টিসহ চারটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

২০১৩ বিশ্বকাপ দলের সদস্যও ছিলেন তিনি।এমন দুর্ঘটনা দুঃখজনক বলে উল্লেখ করে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী থাবাং মোরে, ‘আমাদের সবার জন্য এটা খুবই দুঃখজনক একটি খবর। সে সবসময় অসহায় মানুষের জন্য কাজ করত। আর জাতীয় দলের হয়ে দেশকে সেবা তো দিয়েছেই। তার মতো খেলোয়াড়ের মৃত্যুতে আমরা খুবই শোকাহত।’ফৌরি দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। ২০১৬ সালে প্রথম সন্তান জন্ম নেওয়ার আগ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে  নর্থ ওয়েস্ট ড্রাগনের হয়ে খেলেছেন। খেলা ছাড়ার পর কোচিং করাতেন স্থানীয় একটি কমিউনিটি ক্রিকেটে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *