Home » পর্যটন শিল্পের সমস্যা দূর করতে মন্ত্রিসভা কমিটি গঠন

পর্যটন শিল্পের সমস্যা দূর করতে মন্ত্রিসভা কমিটি গঠন

পর্যটন শিল্পের উন্নয়নে এ সেক্টরে বিদ্যমান সমস্যাদি দূর করতে চায় সরকার। এজন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে আহ্বায়ক করে ১৪ সদস্যের ‘পর্যটন সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে। গত ১ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোসাম্মাৎ নাসিমা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী, ভূমিমন্ত্রী, নৌপরিবহন প্রতিমন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *