Home » এক দিনের সফরে শিক্ষামন্ত্রী, ডা.দিপু মনি।

এক দিনের সফরে শিক্ষামন্ত্রী, ডা.দিপু মনি।

এক দিনের সংক্ষিপ্ত সফরে সিলেট এসে পৌঁছেছেন শিক্ষামন্ত্রী ডা.দিপু মনি। শনিবার সকাল ৮টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।শিক্ষামন্ত্রী  দুপুর ২ টায় সিলেট সার্কিট হাউসে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।বিকেলে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করবেন। রাতে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।সকালে বিমানবন্দরে মন্ত্রীকে স্বাগত জানান সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন আহমদ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, গোয়াইনঘাট উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, ডিসি (উত্তর) আজবাহার আলী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাসিত রুমানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *