বিয়ানীবাজার থেকে কিশোর নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ কিশোরের নাম জাকারিয়া আহমদ (৯)। সে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউপির ফেনগ্রামে বসবাসকারি জাবেদ আহমদের পুত্র।
শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় বাড়ি থেকে বেড়িয়ে যায় এখনো ও বাড়ি ফিরেনি। সে খাসাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র।
কোনো হ্দয়বান ব্যক্তি সন্ধান পেলে যোগাযোগর জন্য আহবান জানানো যাচ্ছে। যোগাঃ ঠিকানাঃ ০১৭৩৪৩০৭৭৬১(জাবেদ)।