নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার ঘটনায় ৫০ মুসল্লিকে হত্যা করার দায়ে অভিযুক্ত অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গবাদী সন্ত্রাসী ব্রেনটন টেরেন্ট অভিযোগ করেছেন, তিনি কারাগারে চিকিৎসা পাচ্ছেন না।নিউজিল্যান্ডের সংবাদবিষয়ক ওয়েবসাইট স্টাফ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ব্রেনটন টেরেন্ট জানিয়েছেন যে, তাকে কোনো দর্শনার্থীর সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না, কোনো ফোনও করতে দেয়া হচ্ছে না।ব্রেনটন টেরেন্টকে রাখা হয়েছে নিউজিল্যান্ডের সবচেয়ে কঠোর জেলখানাগুলোর একটি পারেমোরেমোর অকল্যান্ডে। সেখানে তাকে সবার থেকে আলাদা রাখা হয়েছে।অস্ট্রেলিয়ার নাগরিক ২৮ বছর বয়সী ব্রেনটন টেরেন্টকে একটি হত্যার দায়ে অভিযুক্ত করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে, এর পর তার বিরুদ্ধে আরও অভিযোগ তোলা হবে। প্রসঙ্গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় নিহত হন ৫০ জন। আহত হন অন্তত ৪৮ জন। কট্টর শ্বেতাঙ্গ বর্ণবাদী ২৮ বছরের ব্রেনটন টেরেন্ট এ হত্যাযজ্ঞ চালান। নিহতদের মধ্যে বাংলাদেশের পাঁচজন রয়েছে।
প্রতিনিধি