হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন (এইচআরএমও) সিলেট বিভাগীয় কমিটির মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেল কনফারেন্স হলে এ সভা হয়।
সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমদের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস মনিটরিং অর্গানাইজেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ ফজলুল হক। তিনি মহান স্বাধীনতা দিবসে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। যাদের প্রাণের বিনিময় আমরা এই বাংলাদেশ পেয়েছি তাদেরকে সম্মান জানাতে সকলের প্রতি আহবান জানান। তিনি হিউম্যান রাইটস্ মনিটরিং অর্গানাইজেশন সিলেট বিভাগের কার্যক্রমের প্রশংসা করেন এবং নেতৃবৃন্দকে মানুষের কল্যাণে আন্তরিকতার সাথে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহমুদ শফিক চৌধুরী।
অন্যান্যের উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ আনোয়ার,সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক শেখ মো. আব্দুল মজিদ, সহ-প্রচার সম্পাদক আল ইমরান, মহিলা বিষয়ক সম্পাদক কুলসুমা বেগম, নির্বাহী সদস্য রাহুল সরকার, মো. ফরহাদ আহমদ মাসুম, সদস্য সাব্বির আহমদ আজাদ, এবাদ উদ্দিন, জেলা কমিটির সভাপতি শাহ রুম্মানুল হক, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম ছাদী, সহ- সাধারন সম্পাদক প্রীতি কুসুম মিত্র, অর্থ সম্পাদক মো. আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকী, সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক রহিম মাহমুদ, প্রচার সম্পাদক সাহেদ আহমদ বাদশা, সদস্য আরিফ হোসেন, মো. সাহেদ আহমদ, লায়েজ আহমদ, মো. কামরুল ইসলাম জুনেদ, ছাদিকুর রহমান লস্কর, বিয়ানীবাজার উপজেলা কমিটির সহ সভাপতি এহসান রুবেল প্রমুখ। বিজ্ঞপ্তি

নির্বাহী সম্পাদক